কেন্দ্রীয় ব্যাংকের নিকাশঘর কি ও কৃষি ঋণদান কি?

তমিজ মিয়া একজন কৃষক, তিনি নিজের ৯০ শতাংশ জমির সাথে অন্যের জমি বর্গা নিয়ে আমনের ধান চাষ করেন। চলতি বন্যায় ফসল নষ্ট হওয়ায় তিনি অসহায় হয়ে পড়েন। লোক মুখে শুনতে পায় শুধু কৃষি খাতে গতিশীলতা বৃদ্ধির জন্য সরকার একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছে। তিনি এই ব্যাংক হতে ঋণ গ্রহণ করে পুনরায় ধান চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটান।

ক. কেন্দ্রীয় ব্যাংকের নিকাশঘর কি?
উত্তরঃ কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যে চেকের মাধ্যমে আন্তঃব্যাংক দেনা ও পাওনা মিটিয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের আন্তঃব্যাংক হিসাব নিষ্পত্তি করার কাজটিকেই নিকাশঘর হিসাবে আখ্যায়িত করা হয়। দৈনন্দিন লেনদেনে কোনো ব্যাংক এক সময় অন্য ব্যাংকের নিকট দেনাদার হয়ে পড়ে।

আবার সেই ব্যাংক কোনো সময় অন্য ব্যাংকের নিকট পাওনাদার হয়। বিভিন্ন ব্যাংকের ভিতরে এই ধরনের পারস্পারিক দেনা পাওনা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়। কারণ কেন্দ্রীয় ব্যাংকের নিকট সব ব্যাংকের মোট আমানতের একটি অংশ জমা থাকে। আর কেন্দ্রীয় ব্যাংকের এরূপ কার্যাবলি নিকাশঘরের মাধ্যমে সম্পাদন।

খ. সুষম বাজেট বলতে কী বোঝায়?

উত্তরঃ যখন কোনো নির্দিষ্ট সময়ে সরকারের প্রত্যাশিত আয় এবং সম্ভাব্য ব্যয়ের পরিমাণ সমান হলে তখন তাকে সুষম বাজেট বলে। এই বাজেটে আয়ের সাথে সঙ্গতি রেখে ব্যয় করা হয়, বলে দেশে মুদ্রাস্ফীতি বা দ্রব্যের দাম দ্রুত বৃদ্ধির সম্ভাবনা কম থাকে। ফলে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। সুতরাং সুষম বাজেটের মূল উদ্দেশ্য হলো আয় বুঝে ব্যয় করা।

গ) তমিজ মিয়া যে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল তার স্বরূপ বিশ্লেষণ কর।
সমাধানঃ সেটি হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। যে ব্যাংক কৃষি কাজের জন্য কৃষকদের ঋণ দেয় তাকে কৃষি ব্যাংক বলে। সাধারণত কৃষি ব্যাংক কৃষি ও কৃষির সাথে জড়িত খাতে উৎপাদন বৃদ্ধির জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে। সার, বীজ, কীটনাশক প্রভৃতি ক্রয় এবং জমি চাষ, ফসল নিড়ানো, ফসল কাঁটা ও মাড়াই ইত্যাদি কাজের ব্যয় নির্বাহের জন্য কৃষি ব্যাংক স্বল্প মেয়াদি ঋণ দেয়।

তাছাড়া হালকা কৃষি যন্ত্রপাতি কেনা, অগভীর নলকূপ স্থাপন প্রভৃতির জন্য মধ্যমমেয়াদী ঋণ প্রদান করে থাকে। আবার কৃষকদের ভূমির স্থায়ী উন্নয়নে, মূল্যবান যন্ত্রপাতি ক্রয়ের জন্য এই ব্যাংক দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। এ ব্যাংক কৃষকের ঋণের যোগান দেয়ার জন্য গঠন করা হয়েছে।

এটি একটি বিশেষায়িত ব্যাংক। উদ্দীপকের তমিজ মিয়া একজন কৃষক। বন্যার কারণে তার জমিতে উৎপাদিত ফসল নষ্ট হয়ে যায়। এমনঅবস্থায় তিনি ঋণ নিয়ে যথাযথ পরিশ্রম করে বিরূপ ভাগ্যের উন্নয়ন ঘটায়।

ঘ. এধরনের ব্যাংক কি দেশের আর্থ সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটায়? মূল্যায়ন করে লেখো।

এর উত্তরঃ হ্যাঁ, বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটিয়ে থাকে। কৃষিখাতের গতিশীলতা বাড়ানো, কৃষিতে স্বনির্ভরতা এবং সার্বিক কৃষি উন্নয়নের লক্ষ্যে এই কৃষি ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে। কৃষক ও কৃষির উন্নতি এই ব্যাংকের মূল্য উদ্যোগ।অধিকাংশ ক্ষেত্রেই দরিদ্র কৃষকরা ঋণের সুবিধা পেতো না।

কিন্তু এটি ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের ঋণ সুবিধার আওতায় আনার লক্ষ্যে ঋণদান কার্যক্রম বৃদ্ধি করে। তমিজ মিয়ার মতো বাংলাদেশের আরো অনেক অসহায় কৃষক এই ব্যাংক থেকে কৃষি সম্পর্কিত বিভিন্ন সুবিধা পেয়ে থাকে। যা কৃষিকে আরো গতিশীল করে তুলছে।

কৃষির সম্প্রসারণের জন্য কৃষকদের স্বল্প হতে দীর্ঘ সময়ের ঋণদান করেছে। তাছাড়া খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, ক্রমবর্ধমান কৃষি ঋণের চাহিদা পূরণ, কৃষিখাতে নতুন নতুন খাত চিহ্নিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক ঋণ বিতরণ করে থাকে।

এই ব্যাংক কৃষিভিত্তিক ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনে আর্থিক ও কারিগরি সহায়তা ছাড়াও পশুপালান, হাঁস ও মুরগি এবং মৎস্য খামার তৈরি প্রভৃতি কাজের জন্যেও ঋণ দিয়ে থাকে। যা কিনা বেকার সমস্যা সমাধানের মাধ্যমে দেশের আর্থ ও সামাজিক উন্নতি করে।

Leave a Comment