পোস্ট লিখে কিভাবে আয় করবেন।

আর্টিকেল লিখে ঘরে বসে কিভাবে আয় করবেন? মাসে কত টাকা আয় করা যাবে কন্টেন্ট লিখে? এরকম অনেক কিছু প্রশ্ন বর্তমানে বাংলাদেশের যুবকদের মনে আসে। তারা কল্পনা করে হয়তো কিছু পোস্ট লেখেই মাসে হাজার হাজার টাকা ইনকাম করা যায়

আর এই ভাবনার মূল কারণ হচ্ছে দেশের অসৎ ইউটিউবারা, তারা ফেইক থাম্বনেল দিয়ে ভিডিও তৈরি করে যুব সমাজ ও ছাত্রদেরকে বিব্রত করছে।ছাত্র ও ছাত্রীদের পড়াশুনার মনযোগ নষ্ট করিয়ে মাথায় টাকার খেলা ঢুকিয়ে দিচ্ছে। যা বিশ্বের উন্নত দেশের মানুষরা এরকম কোনো প্রকার কাজের প্ররোচনা দেয় না।

তারা উল্টো প্রতিরোধ করে। কিন্তু আমাদের দেশে এই ধরনের ঘটনা, ফেসবুক পোস্ট, ভিডিও, ইউটুউব ভিডিও করছে কিছু অসাধু লোক। আর তাদের জন্যে ছাত্র সমাজে করোনাকালীন সময়ে এক বিরাট প্রভাব পড়েছে। অনেক শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হয়ে গেছে এসব গুজবে। তবে আমি বলবো না যে, অনলাইনে টাকা ইনকাম করা যাবে না বা আর্টিকেল লেখে আয় করতে পারবেন না।

অবশ্যই আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন। শর্ত হচ্ছে, আপনাকে সঠিক জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। যা দ্বারা আয় করা যাবে।আপনি যদি শুধু টাকার নেশায় বসে অলসতা করেন, তাহলে কখনোই আয় করতে পারবেন না।অনেক বক বক করে ফেলাম, দুঃখিত অযথা বেশি লেখার জন্য

এখন মূল পর্বে চলে যাই।পোস্ট বা কন্টেন্ট লেখে আপনি নিজের দক্ষতা অনযায়ী মাসে হাজার টাকা ইনকাম করতে পারবেন ঠিকই, তবে প্রচুর সময় ও ধৈর্য্য নিয়ে কাজে লেগে থাকতে হবে।আর কাজের শুরুতেই হাজার টাকার স্বপ্ন দেখা যাবে না, তাহলে রাতে পরীমনি কিংবা নাতাশাকে কল্পনায় দেখবেন।

কিভাবে শুরু করা উচিত পোস্ট রাইটিং?

আপনাকে অবশ্যই বানান ঠিক রাখতে হবে। কিছু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনও রয়েছে এক্ষেত্রে। বাংলা কিংবা ইংরেজি যেকোনো ভাষায় আর্টিকেল লেখা যাবে। এটা আপনার দক্ষতার উপরে নির্ভর করে। আপনি যে ভাষায় পারদর্শী সেই ভাষায় লিখুন।আবার আগেই লিখতে বসবেন না কিন্তু, তাইলে লেখার সময় সানি লিওনের কথা মাথায় ঘুরতে পারে।

পোস্ট লেখার পূর্বে নিশ সিলেক্ট করবেন। এরপর সেই নিশে কিছু কিওয়ার্ড রিসার্চ করবেন। তারপরে যেকোনো একটা শব্দ বেছে নিয়ে সেই শব্দের পোস্ট পড়ুন। যাতে করে আপনার মোটামুটি সম্পর্কিত ধারণা চলে আসে। এখন যদি আপনার মনে হয় যে, আমি পোস্ট লেখার জন্য প্রস্তুত তাহলে লিখুন।

এবার কথা বলবো, পোস্টের শব্দ সংখ্যা নিয়ে। আপনার লেখাটির বিষয় নিয়ে পূর্বে যারা লেখেছে এবং যেগুলো পড়েছেন, চেষ্টা রাখুন তাদের থেকে বেশি শব্দ রাখতে ও কিছু তথ্য বেশি দিতে। এতে করে ভিজিটরস যেন অন্য কারো পোস্টের দিকে না যায়।

নিশ্চয় এসইও ফ্রেন্ডলি পোস্ট কিংবা কন্টেন্ট লেখার ট্রাই করবেন।সঠিক ট্যাগ ব্যবহার করবেন, কপিমুক্ত ইমেজ ব্যবহার করতে পারেন।এতে করে গুগল ইউনিক আর্টিকেল ধরবে।আর পোস্ট র্যাক করানোর কাজ করে এসইও তাই এটা অত্যন্ত পক্ষে ঠিক করুন।

লেখালেখির মাঝামাঝি সময়ে শরীর সুস্থ রাখতে, কিছু শারীরিক ব্যায়াম করতে পারবেন। একটানা বেশি সময় ফোন বা কম্পিউটারে না তাকিয়ে থেকে কিছু সময় লেখার ফাঁকে চোখ বন্ধ করে ভাবনা করতে পারেন। এতে করে মানসিক এক প্রকার প্রশান্তি লাভ করবেন।

এখন আসি, কার জন্য আর্টিকেল লেখবেন অথবা কে আপনাকে টাকা দিবে এই পোস্টের বিনিময়ে? আপনি যদি বাংলা ভাষায় আর্টিকেল লেখেন তাহলে বাংলাদেশী প্রফেশনা সাইটগুলোতে নিয়মিত সাবমিট করুন। যথাঃ ট্রিকবিডি, টেকটিউনস, গ্রাথোর প্রভৃতির মতো পুপুলার ওয়েবপেইজে পোস্ট জমা দিয়ে টাকা পেতে পারবেন।

লাইন গ্যাপ দিয়ে বাংলা কনটেন্ট রাইটিং

এছাড়া দেশীয় ফেসবুক গ্রুপে ক্রেতা খুঁজে তাদেরকে কন্টেন্ট দিতে পারবেন। আর যদি ইংরেজি কন্টেন্ট লিখতে পারেন, তবে ফাইভার কিংবা আপওয়ার্কে ভালোভাবে এসইও করে গিগ খুলে আর্টিকেলের ডেমো দিয়ে বিক্রি করতে পারবেন। বাংলার ক্ষেত্রে ট্রিকবিডিতে মাত্র ৩টা ভালো মানের পোস্ট করেই অথোর হতে পারবেন।

আর ১০০ টাকা হলেই ক্যাশ আউট করে নিজের বিকাশ বা নগদে নিতে পারবেন খুব সহজেই। আবার ডিল্যান্সের মতো দেশের একটা ফ্রিল্যান্সিং সাইটেও সেল করাতে পারেন আপনা আর্টিকেলগুলো।যেরকম দেশে ভালো মানুষ রয়েছে, সেরকম অনেক চিটিংবাজ লোকও আমাদের সমাজে আছে।

তাদের হতে সাবধানতা অবলম্বন করুন। এতে আপনি যেরকম সুরক্ষিত আমাদের দেশেও সুরক্ষিত থাকবে। এর অগেও আমি কন্টেন্ট রাইটিং সম্পর্কে একটা পোস্ট আপলোড দিয়েছি। সেখানে শুধু বেসিক কিছু কথা ও রাইটিং নিয়ে আগ্রহ তৈরি চেষ্টা রেখেছি।

আজকে মোটামুটি আয়ের কথাই যাবো। এর আগে একটা উদাহরণ দিচ্ছি, ফেসবুকে কিছু লোকদল আছে যারা রাইটিং এর কোর্সের কথা বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। পড়ে দেখা যায় আপনারা না জানেন কিওয়ার্ড রিসার্চ করতে, না পারছেন একটা এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখতে।

তাই এসব ফেইক লোকজনের থেকে দূরে থাকাই বেটার। শব্দ খুঁজার জন্য আপনার ওভারসাজেস্ট, গুগল প্লানার, মোজ ইত্যাদি টুলস ব্যবহার করতে পারেন। তবে ফ্রি ইউজ করার হতে প্রিমিয়াম ভার্সন ব্যবহৃত করা ভালো হবে আমার মতে।

তাহলে আপনি মাসে কি হাজার টাকা পাবেন এই পোস্ট লেখে? জ্বী, পাবেন। তবে এজন্য চেষ্টা করবেন প্রতিদিন না হলেও সপ্তাহ অত্যন্ত পাঁচদিন ৪ থেকে ৭ ঘণ্টা ব্যয় করে ১ দিনে ২টা পোস্ট লেখার।মানে ৫ দিনে ১০ টা পোস্ট তাহলেই আপনার মাসে পাঁচ, সাত হাজার টাকা খুব সহজেই আর্ন করা হবে।

এখনো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাতে পারেন। চেষ্টা রাখবো নিচের জানা জ্ঞানের সর্বোচ্চ দিয়ে অন্যকে সহায়তা করতে। একটা মনে রাখবেন, প্রথম দুই এক মাস ইনকাম কম হতে পারে।এতে হাল ছেড়ে না দিয়ে আরো পরিচর্চা করে চেষ্টা করুন।

Leave a Comment