মিথস্ক্রিয়া কি ব্যাখ্যা জানুন

প্রশ্নঃ মিথস্ক্রিয়া কি ব্যাখ্যা কর? মিথস্ক্রিয়া কাকে বলে?
উত্তরঃ সমাজের সদস্যদের পারস্পরিক আচরণগত প্রভাবের প্রতিক্রিয়াকে মিথস্ক্রিয়া বলা হয়। মানুষের সমাজ জীবনের মূল বিষয়টাই হচ্ছে মিথস্ক্রিয়া। কারণ ব্যক্তির সামাজিকীকরণ সামাজিক পরিবেশ, সমাজ জীবন ও সামাজিক মূল্যবোধের পারস্পরিক ক্রিয়া ও প্রতিক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে।

মানুষের ব্যক্তিত্বের গঠন ও বিকাশে মূলত এই তিনটি উপাদানের প্রভাব লক্ষ করা যায়।এটা এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তু একে অপরকে প্রভাবিত করে।দ্বৈত প্রভাবে ধারণাটি এইক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

প্রশ্নঃ পরিবারকে উৎপাদন ব্যবস্থার প্রধান একক বলে কেন?

উত্তরঃ পূর্বে পরিবারের মধ্যেই সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদিত হতো বিধায় পরিবারকে উৎপাদিত ব্যবস্থার একক বলা হতো।পরিবার ছিল একসময়ের অর্থনৈতিক কার্যকলাপের মূল কেন্দ্রস্থল।তখন পরিবারের যাবতীয় প্রয়োজনীয় বস্তুগুলো গৃহেই পাওয়া যায়।গ্রামীণ যৌথ পরিবারে মাঝেই এ সকল কাজ পরিচালিত হতো।

প্রশ্নঃ নারীর প্রতি সংহিসতার প্রভাব কি?

উত্তরঃ কোনো সমাজ বা রাষ্ট্রে নারীর প্রতি সহিংসতা বিদ্যমান থাকলে সে সমাজের বা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। নারীর জীবনে এর প্রভাব অত্যন্ত ভয়াবহ। এতে তাদের শারীরিক ও মানসিক ক্ষতি হয় এবং কখনো কখনো তা মৃত্যুরও কারণ হয়ে থাকে।

সমাজে নারীরা সহিংসতার শিকার হওয়া মানে সে সামাজের সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটা। এই রকম সমাজে প্রতিনিয়ত নৈরাজ্য সৃষ্টি হয়, উৎপাদন কমে যায়। কুসংস্কার ও ঝগড়া, বিবাদ সৃষ্টি এবং নতুন প্রজন্মের মেধার বিকাশ ঘটে না। এক কথায় সমাজ ও রাষ্ট্রের ওপর নারী সহিংসতা অত্যন্ত ভয়াবহ প্রভাব তৈরি করে।

Leave a Comment