যুক্তফ্রন্ট গঠন বাংলার রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় কেন

* যুক্তফ্রন্ট গঠন বাংলার রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ব্যাখ্যা কর? যুক্তফ্রন্ট কিভাবে গঠিত হয়?
উত্তরঃ আওয়ামী মুসলিম লীগ ও অন্যান্য সমমান মোট চারটি দলের সমন্বয়ে যে ফ্রন্ট গঠিত হয় তাই যুক্তফ্রন্ট নামে পরিচিত। ১৯৫৪ খ্রিষ্টাব্দের নির্বাচনে যুক্তফ্রন্ট মুসলিম লীগের বিরুদ্ধে নিরঙ্কুল বিজয় শাভ করে। ফলে পাকিস্তানি শাসকগোষ্ঠী অসন্তুষ্ট হয়। যার পরিণতিতে মাত্র ৫৬ দিনের ব্যবধানে এই সরকার বাতিল করা হয়।

এরই ফলশ্রুতিতে পুনরায় গণআন্দোলন শুরু হয় এবং ১৯৭১ সালে নয় মাস রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। মূলত এই নির্বাচন ছিল পশ্চিম পাকিস্তানি মুসলিম লীগ শাসক ও তার দোসরদের শোষণের বিরুদ্ধে এক ব্যালট বিপ্লব।

বিশেষ করে এ সময় পূর্ব বাংলায় তাদের শাসনের চরম ব্যর্থতার ফলে আওয়ামী মুসলিম লীগ এটি গঠিত করে। ২১ দফা কর্মসূচি নিয়ে যুক্তফ্রন্ট নির্বাচনে অংশ নেয় এবং নৌকা প্রতীকে সর্বমোট ৩০৯টি আসনের মধ্যে ২২৩টি আসনে জয় লাভ করে। ১৯৫৩ খ্রিষ্টাব্দের ১৪ ই নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত এক কাউন্সিলে এটি গঠনের সিদ্ধান্ত হয়।

এটি মূলত চারটি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠন করা হয়। এতে মাওলানা ভাসানী, শেরে বাংলা ফজলুল হক, মওলানা আতাহার ও হাজী দানেশের বামপন্থি দল নিয়ে তৈরি করা হয়েছিল এটা।

* যুক্তফ্রন্টের মন্ত্রিসভার গঠন লেখ?

শেরে বাংলা এ.কে. ফসজলুল হকের নেতৃতে এর ১৪ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠন করা হয়। তিনি মুখ্যমন্ত্রী ছাড়াও অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র বিভাগের দায়িত্ব নেন। অন্যান্য সদস্যদের মধ্যে আবু হোসেন সরকার বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার, সৈয়দ আজিজুল হক শিক্ষা বিষয়ে, শেখ মুজিবুর কৃষি, সমবায় ও পলী উন্নয়ন বিভাগের দায়িত্ব লাভ করেন। এতে কৃষক শ্রমিক পার্টি, আওয়ামী মুসলিম লীগ ও নেজামে ই ইসলামী ছাড়াও বামপন্থী গণতন্ত্রদল অংশগ্রহ করে।

* ভাষা আন্দোলনে শিক্ষকদের অবদান কি?

পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিশ গঠিত হয়েছিল। রাষ্ট্রভাষা উর্দুর বিপক্ষে এবং বাংলার সপক্ষে ড. মুহাম্মদ শহীদুল্লাহও মতামত দেন।

তবে ঐ মজলিশের উদ্যোগে ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য ৪৭ সালের অক্টোবর মাসে গঠিত হয় প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ যার আহ্বায়ক মনোনীত হন ঢাবির অধ্যাপক নুরুল হক ভুঞা। সুতরাং তখনকার ভাষা আন্দোলনে শিক্ষকদের গৌরবোজ্জ্বল অবদান রয়েছে।

2 thoughts on “যুক্তফ্রন্ট গঠন বাংলার রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় কেন”

  1. Hey There. I found your blog using msn. This is an extremely well written article.
    I’ll be sure to bookmark it and return to read more of your useful info.
    Thanks for the post. I’ll certainly comeback.

    Reply

Leave a Comment